Keyword / কিওয়ার্ড হল এমন শব্দ বা বাক্যাংশ যা লিখে মানুষ সার্চ ইঞ্জিনে কোন কিছু খোজে বা সার্চ করে। এটা হচ্ছে ইউজার পার্সেপেক্টিভ থেকে কিওয়ার্ড এর সংজ্ঞা। 

ওয়েব মাষ্টারের অর্থাৎ সাইট ওনারের পার্সেপেক্টিভ থেকেও এটা খুব জরুরী। আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু এবং সেই অনুযায়ী ওয়েব সাইট সার্চ ইঞ্জিনে লিস্টেড, র‍্যাংকিং হওয়ার অনুঘটক হিসাবে কিওয়ার্ড মূলত যোগসূত্র তৈরি করে। 

এটা স্বাভাবিক প্রক্রিয়া, যেই টপিক নিয়ে ওয়েব সাইট সেটার উপর বেসড করে আপনি কন্টেন্ট লিখবেন, আবার যে প্রডাক্ট বা সার্ভিস আপনি সেইল করছেন সেটার বিস্তারিত আপনি পেইজে লিখবেন যাতে ইউজার ঐ সমস্ত তথ্য জেনে আপনার প্রডাক্ট বা সার্ভিস কিনতে পারে। 

এই পেইজ গুলোর কন্টেন্ট লিখতে আপনি অবশ্যই নির্দিষ্ট টপিক ধরে ধরে ইউজারের সার্চ হওয়া বিষয়ের উপর ফোকাস করবেন, যাতে ইউজারের সার্চের সাথে ম্যাচ করে যায়। একটি কিওয়ার্ড সার্চ ইঞ্জিনকে আপনার কন্টেন্ট কি নিয়ে লেখা হয়েছে তা নিয়ে সম্যক ধারণা দিয়ে থাকে। 

ইউজারের সার্চ কুয়েরির গুলো অর্থাৎ যেটাকে কিওয়ার্ড নামে আমরা ডাকি, এগুলো ব্যবহার করেই ওয়েবমাস্টার তাঁর পুরো কন্টেন্টটি সাজালে এক্স্যাক্ট সার্চ অনুযায়ী এক্স্যাক্ট তথ্যের সাইট খুঁজে পাবে। তাই ইউজার কি কিওয়ার্ড লিখে সার্চ করে করবে এগুলো জেনে সাইটে উপযুক্ত জায়গায় ব্যবহার সাইট ওনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। 

একজন ওয়েবমাষ্টার হিসাবে আমাদের সকলের প্রধান টার্গেট থাকে আমাদের ওয়েব সাইটের কন্টেন্ট পেইজকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজের প্রথম সারিতে রাখা, প্রথমে পেইজে ই নয় প্রথম ১-৩ এ র‍্যাংক করা। তাই সার্চ ইঞ্জিন গুলোকে আপনার কন্টেন্ট টি খুঁজে পেতে বা র‍্যাঙ্ক করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে এই কিওয়ার্ড। 

যেহেতু কিওয়ার্ড ওয়েব সাইট ওনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন তাই কোন কোন কিওয়ার্ড দিয়ে আমার সাইট বা কন্টেন্ট পেইজ ইউজার খুঁজবে সেটা জানা, এক্স্যাক্ট সার্চ গুলো কি কি, আর রিলেটেড সার্চ কুয়েরি গুলো কি কি, কিওয়ার্ড গুলোর মাসিক সার্চ এর পরিমাণ কেমন, কোন দেশ থেকে বেশি সার্চ হচ্ছে এগুলো জানা জরুরী।

কিওয়ার্ড রিসার্চ প্রক্রিয়ার মধ্যমে আমরা এগুলো বের করতে পারি। 

  • কিওয়ার্ড মান্থলি Search volume
  • সার্চ রিজিয়ন (কোন দেশ সিটি ইত্যাদি) 
  • প্রাসঙ্গিক কিওয়ার্ড (Related Keyword) গুলো কি কি

এছাড়াও কিওয়ার্ডের উপোরক্ত তথ্য গুলো জানার পাশাপাশি কোন কিওয়ার্ড র‍্যাংক করা কেমন কম্পটেটিভ আমরা সেটাও জানাতে পারবো। আদৌ কি আমরা এই কিওয়ার্ড র‍্যাংক করতে পারবো কিনা সেটা জানাও গুরুত্বপূর্ন। 

যদি কিছু এনালাইসের মাধ্যমে শুরুতে বুঝতে পারি এটা র‍্যাংক করতে পারবো, অথবা র‍্যাংক করা কতটা ডিফিকাল্ট হবে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই কিওয়ার্ড নিয়ে কাজ করবো কিনা, আর করলেও কি পরিমাণ সময় লাগবে এই কিওয়ার্ড র‍্যাংক করতে, কেননা র‍্যাংক করতে না পারলে আমরা ট্রাফিক পাবো না ট্রাফিক না পেলে আমাদের তথ্য কেউ পরতে পারছে না অথবা আমাদের প্রডাক্ট বা সার্ভিস সেইল হবে না। 

তাই কিওয়ার্ড এ র‍্যাংক হওয়া কম্পিটেটর এনালাইসি খুব ই জরুরী। 

সুতরাং এই পুরো প্রসেসকে আমরা কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটেটর এনালাইস বলি।   

কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটেটর এনালাইস যেকোনো সফল এসইও কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক কিওয়ার্ড দিয়ে, আপনি আপনার ওয়েব সাইটের সার্চ ইঞ্জিন র‍্যাংকের দৃশ্যমানতা উন্নত করতে পারেন এবং আপনার ওয়েবসাইটে আরও অর্গানিক ট্রাফিক ভিজিটে ইউজারকে আকর্ষণ করতে পারেন। কিন্তু কোন কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সেরা গুলো কিভাবে খুঁজতে হবে কিওয়ার্ড রিসার্চ আপনাকে এই ধারনাই দিবে। 

মনে রাখবেন Keyword হচ্ছে এসইও’র ব্যাকবোন। 

এসইও কাজ শুরু ই হবে কিওয়ার্ড ভিত্তিক পেইজ সাজানো ও কনেন্ট তৈরি মাধ্যমে। 

ইভেন সাইটের পপুলারিটি বৃদ্ধির জন্য আমাদের ব্যাকলিঙ্ক করতে হয়, তাই কিওয়ার্ড বা টপিক ভিত্তিক করতে হবে। 

একটা আদর্শ কিওয়ার্ড রিসার্চ প্রসেস আপনাকে 

  1. ইউজারের কিওয়ার্ড সার্চ করার উদ্দেশ্য বুঝতে ধারনা দিবে
  2. আপনার এক্স্যাক্ট টার্গেট ইউজার কারা বুঝতে সহায়তা করবে। 
  3. সাইটে ব্যবহার করার জন্য সঠিক কিওয়ার্ড সনাক্ত করতে হেল্প করবে 
  4. নির্দিস্ট কিওয়ার্ড ও রিলেইটেড সার্চ কুয়েরি গুলোর সার্চ ভঁলিয়ুম মূল্যায়ন করা যাবে 
  5. কিওয়ার্ড এ সার্চ ইঞ্জিনে র‍্যাংক ডিফিকাল্টি বিশ্লেষণে সুযোগ তৈরি করবে 

আর এই কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটেটর এনালাইস এর জন্য আমাদের কিছু সাস টুল / সাবস্ক্রিপশন বেসড এসইও টুল ব্যবহার করতে হবে। যেমন 

  • ahrefs.com রিকমেন্ডেড 
  • semrush.com রিকমেন্ডেড 
  • Google Keyword Planner
  • Ubersuggest

সুতরাং আমরা জানলাম 

  • কিওয়ার্ড কি, 
  • ইউজার ও ওয়েবমাষ্টারের জন্য কেন কিওয়ার্ড গুরুত্বপূর্ন 
  • ওয়েব সাইট ওনারদের এসইও করতে কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটেটর এনালাইস প্রসেস কেন জরুরী। 
  • এবং কি কি টুল ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ প্রসেস কমপ্লিট করতে হবে। 

একটা উদাহরণ দেই… 

ধরুন আপনি আপনার মোবাইল রিলেইটেড ওয়েব সাইটে একটি আর্টিকেল লিখলেন। 

আর্টিকেলটির টপিক হলো Best Smartphone 2025। অর্থাৎ ২০২৫ সালের যে স্মার্টফোন সবচেয়ে ভালো সে সম্পর্কে আপনি একটি সুন্দর আর্টিকেল লিখলেন। আর্টিকেলে মোবাইলের দাম, ফিচার্স, ভালো দিক, মন্দ দিক, সব তুলে ধরলেন। এখন গুগলে যদি কোন ভিজিটর Best Smartphone 2025 অথবা Smartphone 2025 review সম্পর্কে জানতে চায় তাহলে গুগলের তথ্য ভান্ডারে যে সমস্ত আর্টিকেল রয়েছে তার ভেতর থেকে সবচেয়ে ইউনিক, সুন্দর ও পপুলার আর্টিকেলটি গুগল প্রথমে অর্থাৎ র‍্যাংকিং ১, ২ কিংবা ৩ এ শো করবে। সে যদি আপনার এক্স্যাক্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করে তাহলে গুগলের ফার্স্ট পেইজের প্রথম দিকে আপনার আর্টিকেল পাবে (যদিও আপনার সাইটটি কিওয়ার্ড ব্যবহারের পাশাপাশি জনপ্রিয় হওয়ারও প্রয়োজন আছে)। তাহলে এসইও’তে অন্যান্য সকল কাজের শুরুটাই কিন্তু উপযুক্ত কিওয়ার্ড নির্বাচন, যা ইউজার ব্যবহার করে আপনার সাইট খুঁজে, তাঁর ব্যবহার দ্বারা শুরু হল। 

কিওয়ার্ড রিসার্চ শেখা প্রসেস শুরুর পূর্বে আমরা ইউজাররা যে কোন তথ্য ই কি কি ইন্টেনশনে, কিভাবে কি উদ্দেশ্য  সার্চ করে থাকে তা একটু বুঝার চেষ্টা করবো। 

ইউজারের মূলত ৪টি ইন্টনশণে যে কোন টপিকে সার্চ করে থাকে… 

  • Informational intent: Users want to learn more about something (e.g., “what is seo”)
  • Navigational intent: Users want to find a specific page (e.g., “reddit login”)
  • Transactional intent: Users want to complete a specific action, usually a purchase (e.g., “buy subaru forester”)
  • Commercial intent: Users want to do research before making a purchase decision (e.g., “best coffee maker”)

– ইউজারের শুধু একটা বিষয়ে স্পেসিস্ফিক কোন ইনফরমেশন নেওয়ার ইচ্ছা থাকে, এবং ডিটেইল ইনফরমেশন সে জানতে চাইতে পারে। সার্চের সময় সে তাঁর সার্চ কুয়েরির সাথে tips, guide, wh কোশ্চেন গুলো অথবা how to গাইড সার্চ করে। এভাবে তথ্য নেওয়ার জন্য সার্চ ইন্টেনশনকে Information Search Intent বলে। 

কিছু উদাহরণ 

  • James Bond movies
  • What is SEO?
  • New York time now
  • how to clean a dishwasher
  • How to do email Marketing

তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ডে Tips, Guide, How to এবং wh কোশ্চেন গুলো আইডেন্টিফায়ার হিসাবে থাকবে। 

– অনেক সময় ইউজার কোন স্পেসিফিক ব্রান্ড নেইম অথবা জানা থাকা ওয়েব সাইট নামে সার্চ করতে চায় কিন্তু url টা হয়তো সে সঠিক জানে না কিন্তু সার্চের সময় সে সেই স্পেসিফিক ব্রান্ড, বা ওয়েব সাইট এড করে সার্চ করে। এক্ষেত্রে সে ন্যাভিগেশনাল একটা হেল্প পেয়ে যায়। এই সার্চ ইন্টেন্টকে Navigational intent বলে। মূলত Informational intent এর ই একটা স্পেসিফিক সার্চ কুয়েরি নেভিগেশনাল সার্চ ইন্টেন্ট যেখানে ডিরেক্ট ব্রান্ড বা পেইজ নেই উল্লেখ করে ইউজার কোন তথ্য খুঁজতে চায়। 

কিছু উদাহরণ 

  • Starbucks
  • Yahoo Mail login
  • ahrefs blog
  • bkash refund policy

সহজ কথা হচ্ছে ইনফরমেশনাল সার্চের সকল আইডেন্টিফায়ার এখানে বিদ্যামান থাকবে। সাথে আপনি কোন ব্রান্ড নেইম বা ওয়েব সাইটের নামও পাবেন। এই দুইটা বিষয় পেলেই বুঝা যাবেন এরা ন্যাভিগেশনাল কিওয়ার্ড। 

– কোন কিছু নিতে পেতে ডাউনলোড করতে অর্থাৎ ইউজার যখন কোণ একশন নিতে চায়, এক্ষেত্রে সে হয়তো ডিরেক্টলি কোন কিছু ডাউনলোড করতে চায়, কোথাও সাইন আপ করতে চায় কিংবা কোন কিছু পারচেজ করতে চায় এমন সার্চ গুলোর উদ্দেশ্য থাকে কোন ট্রাঞ্জেকশনে যাওয়া। এই ধরনের সার্চ ইন্টেন্টকে আমরা Transactional search intent বলি। 

কিছু উদাহরণ 

  • iphone 13 pro max price
  • Buy Scented Candles
  • Hire Katy SEO Service Company
  • Street Fighter Game Download

ইউজার যখন কোন একশনে যেতে চায় অর্থাৎ Transaction intention এ সার্চ করে তখন তাঁর সার্চ কুয়েরির সাথে নিম্নোক্ত শব্দ গুলো ব্যবহার করে Buy, purchase, deal, discount, cheapest, for sale, where to buy, coupon, signup, download, watch etc

Commercial Intent মূলত info to action কে মিন করে। কিছু কিছু ইউজার আছে যারা এখনো একশন নেওয়ার বা ট্রানজেকশনে যাওয়ার সিদ্ধান্ত পাকা করেনি, তবে এরা কিনতে চায় নিতে চায় পেতে চায় কিন্তু এরা আগে আরও ইনফরমেশণ নিয়ে সিউর হতে চায়, যে হ্যা যেটা নিতে চাচ্ছি এটা পার্ফেক্ট। এক্ষেত্রে তাঁরা অনলাইনে রিসার্চ করে, রিভিউ পড়ে। এবং কোনটা তাঁর জন্য ভালো হবে অথবা ব্যবহার করছে এমন ইউজাররা কি বলছে এটা আগে শুনতে চায়। এমন সার্চ ইন্টেন্টকে আমরা কমার্শিয়াল সার্চ ইন্টেন্ট বলি। তাদের সার্চের মাধ্যমেই বুঝা যায় এরা আগে জানবে দেন একশনে যাবে, কিন্তু তাদের একশনটা এখন ই না, পরে কোন সময় হয়তো নিতে। কিন্তু এখন তাঁরা আগে জানতে চায় কোনটা ভালো, প্রডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে আগেই ব্যবহার করেছে এমনদের মন্তব্য বা রিভিউ কি! 

কিছু উদাহরণ 

  • best indoor plants for low light
  • apple watch ultra review
  • mailchimp alternatives
  • hbo max vs netflix
  • Top gaming chair
  • What is the best smartphone under $300?

এই ইন্টেন্টের সার্চে best, review, top, – vs – , alternative অথবা what is the best এমন সার্চ হিন্টস থাকবে। 

মানুষ ওয়বে কেনার আগে রিসার্চ করে রিভিউ পড়ে এটা ই স্বাভাবিক প্রক্রিয়া। কিছু রিসার্চ বলছে

এখন প্রশ্ন হচ্ছে, 

ওয়েবে যেই ওয়েব সাইট (তাদের টাইপ গুলো কি কি) হয় তাঁরা কোন ইন্টেনশনকে টার্গেট করে সাইট বানায়? 

১। ব্লগ সাইট – এই সাইট গুলো মূলত শুধু ইনফরমেশন দেয়। তাঁরা বিভিন্ন টপিকের টিপ, গাইড ও হাউ টু টাইপ অথবা নানান wh কোশ্চেন যা ইউজারের কোন একটা টপিক নিয়ে থাকে তা নিয়ে আলোচনা করে। 

এরা সাধারণত Informational intent কে টার্গেট করে সব সময় কন্টেন্ট তৈরি করে। 

এদের মানিটাইজেশন সিস্টেম হচ্ছে নানান এড থেকে যেমন গুগল এডসেন্সড, ট্রাইভ এডস ইত্যাদি, কোন কোন সময় এরা ফিচার্ড কন্টেন্ট পাবলিশ করে আয় করে। এছাড়াও অন্য সাইটের লিঙ্ক পাবলিশ, সাইটের হেদার ফুটার বা সাইড বারে বিজ্ঞাপন নিয়েও এরা আয় করে। কিছু ক্ষেত্রে এরা কোন কোন প্রডাক্ট বা সার্ভিসের রিভিউ করে থাকে, এফিলিয়েট কমিশনের বিনিময়ে কাজ করে যদিও এঁরা মূলত ব্লগ সাইট মাঝে মাঝে এমন রিভিউ কন্টেন্ট পাবলিশ করে এরা কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড গুলোও টার্গেট করে। 

একটা সাইট দিলাম উদাহরণ স্বরুপ

https://momhomeguide.com

৪০% সাইট শুধু ই ব্লগ সাইট। তবে ওয়েবে বেশির ভাগ কমার্শিয়াল সাইটের ই ব্লগ সেকশন থাকে। মার্কেটিং কন্সেপ্ট এর গুরুত্ব পূর্ন একটা সূত্র aida , এটেনশন গ্রাবের জন্য বেশির ভাগ কমার্শিয়াল কোম্পানি প্রমোশনাল কন্টেন্ট তৈরির পাশাপাশি ব্লগ কন্টেন্ট তৈরি করে ইউজারের এটেনশন গ্রাব করে, তাদেরকে এজুকেইট করতে চায়। এজন্য ব্লগ সেকশন রাখে তাদের সাইট গুলোতে।  

২। Ecommerce সাইট – এই সাইট গুলো তাদের সাইটের মাধ্যমে ডিরেক্ট সেইল করে থাকে। মূলত এরা ইউজারের একশন ইন্টেন্টশনকে টার্গেট করে। অর্থাৎ  Ecommerce সাইট গুলো তাদের পণ্য বিক্রয়ের জন্য ইউজারের Transactional search intent কে নিয়ে কাজ করে। 

ইকমার্স সাইট কয়েক রকমের হতে পারে b2b, b2c & c2c

আমরা b2c সাইটের কথাই এখানে বলছি মূলত। 

https://www.fabricsusainc.com

ইকমার্স সাইটে তেমন একটা ব্লগ সেকশন দেখা যায় না, তাঁরা মূলত ট্রাঞ্জেকশনাল ইন্টেন্ট নিয়েই কাজ করে অর্থাৎ যারা তাদের প্রডাক্ট কিনতে চায় তাদের যে সার্চ সেগুলোকে নিয়ে তবে কিছু কিছু কোম্পানি এই ইনফরমেশনাল সার্চ গুলোকেও মাঝে মাঝে টার্গেট করে tofu তে অর্থাৎ টপ অফ দ্যা ফানেলে। 

৩। লোকাল সার্ভিস সাইট – দুনিয়াতে যত এসইও প্রজেক্ট পাবেন বেশির ভাগ ই এই লোকাল সার্ভিস সাইট। এরা মূলত ট্রাঞ্জেকশনাল ইন্টেনশন নিয়েই কাজ করে তবে ,  tofu তে এরা ব্লগ কন্টেন্ট নিয়েও কাজ করে অর্থাৎ ইনফরমেশনাল ইন্টেনশন। যদিও এদের ফোকাস ট্রান্সেকশনালে মূলত তবু কিছু ক্ষেত্রে এরা নেভিগেশনাল, ইনফরমেশনাল ও কমার্শিয়াল কন্টেন্টও তৈরি করে। 

https://www.superiorlawnkaty.com/ লোকাল সার্ভিস সাইটের উদাহরণ। 

৪। SaaS Software as a service মূলত সাবস্ক্রিপশন বেসড যারা সফটওয়ার সার্ভিস দেয় , ঐ যে আমরা আলোচনা করেছি ahrefs কিংবা semrush এরামূলত সাস। এদের মেইন টার্গেট ই থাকে  ট্রাঞ্জেকশনাল ইন্টেনশন নিয়েই কাজ। তবে ই সকল ইন্টেনশন নিয়ে কাজ করতে পারে তাদের ব্যবসায়িক প্রয়োজনে। 

কারণ এদের ট্রাফিক ট্রাটেজির একটা গুরুত্বপূর্ন পার্ট হচ্ছে ব্লগ কন্টেন্ট। 

৫। রিভিউ সাইট 

আমরা জানি

অনেক ইউজার রিভিউ পড়ে কেনার সিদ্ধান্ত নেয়, আবার অনেক ব্যবসায়ী আছে তাঁরা মার্কেটিং বা এসইও জানে, জানে কিভাবে সাইট র‍্যাংক করে কিন্তু উনারা নিজের প্রডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে চায় না , বা তাদের প্রডাক্ট বা সার্ভিস নেই কিংবা গ্লোবালি ডেলিভারি ও পেমেন্ট সিস্টেমের কারণে কিংবা প্যাশনের কারণে কমিশনের ভিত্তিতে কাজ করাকেই শ্রেয় মণে করে এরা রিভিউ সাইট বানায়। নিস ধরে ধরে এরা বিভিন্ন প্রডাক্ট এর রিভিউ করে, কেনার পূর্বে ইউজার যেহেতু রিসার্চ রিভিউ করাকে গুরুত্বপূর্ন ফ্যাক্টর মনে এজন্য এমন ইউজারকে টার্গেট করে অনেক রিভিউ সাইট হয়। এদের মূল টার্গেট ই কমার্শিয়াল ইন্টেনশন। 

উদাহরণ 

https://www.toptenreviews.com

এছাড়াও আরও অনেক রকমের সাইট হতে পারে। এরা ব্লগ, নেভিগেশনাল ও একশন ইন্টেন্ট নিয়ে কাজ করে। 

Noprofit টাইপ অর্গানাইজেশন 

https://assunnahfoundation.org

Club বা কমিউনিটি টাইপ ওয়েব সাইট 

https://www.royalautomobileclub.co.uk

চার্চ বা ধর্মিয় প্রতিষ্ঠানের সাইট 

https://www.kings-soton.org.uk

ফোরাম সাইট 

https://www.webmasterworld.com

হসপিটাল ওয়েব সাইট 

https://www.sankaranethralaya.org

যে কোন প্রডাক্ট বা সার্ভিস কোম্পানি ই সকল ইন্টেনশন নিয়ে কাজ করতে পারে তাদের ব্যবসায়িক প্রয়োজনে, এক্ষেত্রে তাঁরা তাদের কন্টেন্ট পরিকল্পনায় নিচের স্ট্রেটেজি ফলো করে। 

ইনফরমেশনাল ইন্টেন্ট এই কন্টেন্ট গুলো টার্গেট করে 

  • Opinion pieces
  • “How-to” guides
  • Presentations
  • In-depth guides
  • Informative listicles

নেভিগেশনাল কিওয়ার্ড টার্গেট করে তাদের নিচের এই পেইজ গুলোতে 

  • Pricing pages
  • Category pages
  • About pages
  • Author pages

যেহেতু ইউজার রিসার্চ করে রিভিউ পড়ে সিদ্ধান্ত নেয় সার্ভিস বা প্রডাক্ট কেনার তাই তাঁর নিচের কন্টেন্ট গুলো ক্রিয়েট করে কমার্শিয়াল ইন্টেন্টকে টার্গেট করে 

  • Explainer videos
  • Comparison posts
  • Product reviews
  • Product roundups
  • eBooks
  • White papers
  • Product tutorials

আর ডিরেক্ট সার্ভিস বা প্রডাক্ট পেইজ ত তাদের আছেই থাকবে যেখানে তাদের উদ্দেশ্য থাকবে থাকে তাদের নিজেদের প্রডাক্ট পেইজ থেকে সেইল আনা, যারা একশনে আগ্রহী তাদের টার্গেট করে transactional intent keywords ব্যবহার। মূলত এমন পেইজ গুলোতে ট্রাঞ্জেকশনাল কিওয়ার্ড গুলো টার্গেট হয়। 

  • Specific Single Product pages
  • Category Product Pages
  • Landing pages
  • Discount offer page
  • Free Product/Service page

আমরা এই পর্যায়ে কিওয়ার্ডের নানান ভেরিয়েশণ সার্চ এর টাইপ গুলো দেখাবো। 

Seed/ সাধারণ  speaker Branded কিওয়ার্ড –  MI speaker

মডিফায়ার ইউসড  bluetooth speaker প্রডাক্ট – এটা মূলত প্রডাক্ট কুয়েরিই 

সার্ভিস বেসড – Speaker repair service এনটিটি বেসড কিওয়ার্ড  – MI speaker repair store

একশন বেসড – Buy speaker কমার্শিয়াল ইন্টেন্ট বেসড – best speaker 2024 review

ইনফর্মেশন বেসড – how to set up speaker জিও টার্গেটেড কিওয়ার্ড – MI speaker store katy

কাস্টোমার ডিফাইনিং কিওয়ার্ড – customized speaker for women

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *