Spending is the key to wealth creation

সম্পদ তৈরির চাবি কাঁঠি ব্যয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায়

মানুষ ভাবে আয় ই হচ্ছে সম্পদ, প্রতিপত্তি ও সুখ অর্জিত হওয়ার মূল সূত্র কিন্তু আমি অভিজ্ঞতায় দেখেছি ব্যয় য়েস, Spending ই হচ্ছে মূল। যে ব্যক্তি ব্যয় পরিকল্পনা ও ব্য ব্যবস্থাপনায় গুছানো তার সমৃদ্ধি অনেক।

অনেককেই দেখেছি যথেষ্ট আয় করার পরও ব্যয়ের ব্যাপারে অসতর্ক, ক্লারিটি/স্পষ্টতা না থাকায়, টাকা দিয়ে এসেটের পরিবর্তে লায়াবিলিটি হোল্ড করা, ব্যয়ের ব্যাপারে সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জীবনে সম্পদ অর্জনের পরিবর্তে অতিমাত্রায় ঝামেলায় জড়িয়ে আছে। ইভেন অনেকের ক্ষেত্রে একটা টাইমে এসেট করা, পরে অবস্থার প্রেক্ষিতে এসেট খোয়াতে দেখারও অভিজ্ঞতা ঝুলিতে আছে।

পক্ষান্তরে উদাহরন দিতে পারবো এমন অনেকের যারা জীবনে আয় করতো খুব ই সামান্য এবং নির্দিষ্ট এমাউন্ট, কিন্তু জেনে না জেনেও তাদের মানি ম্যানাজমেন্ট এ ব্যয় গুরুত্বপূর্ণ পার্ট, ব্যয়ের ব্যাপারে তারা খুব ক্লিয়ার ও সঠিক ধারনা রাখতেন, এত কিছুর পরও এসেট করেছেন (আমার অভিজ্ঞতা বাদ দিন আপনার বাপ চাচা, আশে পাশের দিকেই দেখুন না) যা তাদের নেক্সট লাইফের হ্যাসেল ফ্রি, অঅর্থনৈতিক সমৃদ্ধির অভিজ্ঞতা দিচ্ছে।

এজন্য আমার কাছে ব্যয়, Spendings খুব ই গুরুত্বপূর্ণ, পার্সোনাল মানি ম্যানাজমেন্ট নিয়ে ব্যক্তির কাজের শুরুতে এই বেইসিক প্রিন্সিপাল মাথায় রাখা উচিৎ যে Spending is the key to wealth creation।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *