আমরা এবার ইকমার্স ওয়েব সাইট ও তাদের কিওয়ার্ড রিসার্চ প্রসেস সম্পর্কে আলাপ করবো

ইকমার্স সাইটের কিওয়ার্ড রিসার্চ প্রসেস শিখার আগে আমাদের জানতে হবে ইকমার্স সাইট গুলো কেমন হয়। 

ইকমার্স সাইট গুলো মূলত কোন ব্রান্ড বা কোন নিস এর প্রডাক্ট স্টোর। যারা ডিরেক্টলি তাদের ওয়েব সাইট থেকে সেইল করে থাকে। 

ইকমার্স সাইট গুলো সেইম নিসে অথবা মাল্টি নিসে কাজ করে থাকে। অর্থাৎ কোন একটা নির্দিস্ট ইন্ডাস্ট্রির কোন একটা নির্দিস্ট নিস টার্গেটেড, অথবা পুরো ইন্ডাস্ট্রি নিয়েই। অথবা মাল্টি ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করতে পারে। 

আসুন উদাহরণ দিয়ে বুঝি,

ধরুন টেকনোলোজি একটা ইন্ডাস্ট্রি , হেলথ আরেকটা ইন্ডাস্ট্রি। 

এখন  একটা ব্রান্ড এমন হতে পারে যে তাঁরা শুধু টেকনোলজির “কম্পিউটার ও এর এক্সেসরিস প্রডাক্ট”  নিয়ে কাজ করে। আবার এমনও হতে পারে টেকনোলজির সব প্রডাক্ট নিয়েই তাদের ব্যবসায়, যেমন তাদের সাইট কম্পিউটার, মোবাইল, ডিজিটাল বোর্ড, ক্যামেরা ইত্যাদি সব নিয়েই কাজ। 

আবার এমনও হতে পারে, কোন ইকমার্স স্টোর টেকনোলোজি , হেলথ , আউটডোর সব ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ন ও ব্যবসায়ে ভালো প্রফিট আনে আনবে শুধু এমন প্রডাক্ট নিয়েই কাজ করবে। আসলে একেকজনের উদ্দেশ্য একেক রকম থাকবে। 

তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা কোন একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রির একটা নিস আইডিয়া নিয়ে, প্রব্লেম শলভ করছে এমন সব প্রডাক্ট বিক্রয় করছে এমন সাইট পাবো। ধরুন এই সাইটটার কথা https://www.fabricsusainc.com/ 

এরা মূলত আফ্রিক্যান ফেব্রিক্স বিক্রয় করে। আফ্রিক্যান ফেব্রিক্সের মধ্যে Print Fabrics, African Lace. Vlisco, Sequins ইত্যাদি হচ্ছে উনাদের মেইন আইটেম।

সেইম এই সাইটটা https://www.everydayyoga.com/ 

অথবা https://www.startech.com.bd/

তাহলে আমরা দেখছি এই সাইট গুলো মূল পেইজ দুটি একটা হচ্ছে, ক্যাটাগরি পেইজ এবং অন্যটা সিঙ্গেল পেইজ। 

ক্যাটাগরির আন্ডারে প্রায় সময়ই এট্রিবিউট, ব্রান্ড, প্রাইস, সাইজ, কালার ও ফিচার কেন্দ্রিক সাব ক্যাটাগরি হতে পারে। 

উদাহরণ স্বরূপ দেখি স্টারটেকের এই পেইজটি 

পেইজের ভিতরে আসলে 

আর একটা সিঙ্গেল পেইজ মূলত এক্স্যাক্ট প্রডাক্টটা নিয়ে হয় 

যেমন https://www.startech.com.bd/amd-athlon-3000g-processor

মনে রাখতে হবে, ইকমার্স সাইট এর ক্যাটাগরি , সাব ক্যাটাগরি পেইজের জন্য কিওয়ার্ড রিসার্চ খুব জরুরী। 

সিঙ্গেল পেইজের জন্য কিওয়ার্ড টার্গেট খুব ই রেয়ার কেইস। কারণ সিঙ্গেল প্রডাক্ট পেইজ গুলো একটা নির্দিস্ট ব্রান্ডের নির্দিস্ট প্রডাক্ট আইডি দিয়ে, এক্ষেত্রে ইউজার বেশির ভাগ সময়ই জানে না এই প্রডাক্টটা এক্সিস্ট করে। 

এজন্য খুব বেশি পপুলার বা নাম হইয়ে গেছে এমন সিঙ্গেল প্রডাক্ট না হলে সেই প্রডাক্টের নামে এক্স্যাক্ট সার্চ হয় না। 

ইউজার ইন জেনারেলি প্রডাক্ট কেনার জন্য হয় সে প্রডাক্ট এর ক্যাটাগরি ধরে সার্চ করে অথবা এর স্পেশাল কোন ফিচার এড করে সার্চ ইঞ্জিনে সার্চ করে।  

এজন্য ইকমার্স সার্চে মূলত ক্যাটাগরি ই প্রেফারেন্স পায়। আর তাই আমাদের ক্যাটাগরি পেইজের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে হয়। আর খুব অল্প সময় ই এক্স্যাক্ট সিঙ্গেল প্রডাক্ট পেইজের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। 

এছাড়াও আপনি চাইলে ইনফরমেশনাল ও কমার্শিয়াল ইন্টেন্টও টার্গেট করে কিছু কন্টেন্ট ইকমার্স সাইটে দিতে পারেন। উদাহরণ স্বরূপ নিচের আইডিয়া দুটি দেখুন… 

“Types of yoga mats:” Informational intent. You’ll need a guide or article on this topic in order to rank.

“Best eco-friendly yoga mats:” Commercial intent. You’ll want a list of products or reviews of relevant options in order to rank.

আসুন আমরা প্রাক্টিক্যালি একটা ইকমার্স সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *