প্রয়োজনীয় টুল/সার্ভিস খরচ হলেও মাসে মাসে রিনিওয়াল বা বাৎসরিক প্যাকেজ কিনুন, কিন্তু অপ্রয়োজনীয় কিছু লাইফ টাইম ডিলেও কিনবেন না।
কাজের ইফিসিয়েন্সির জন্য সম্ভাব্য সঠিক ডেটা প্রভাইড করে, ক্লায়েন্ট ও কাজের জন্য গ্রহণযোগ্য ব্রান্ডেড টুল/সার্ভিস খরচ হলেও গ্রহণ করুন, বিভিন্ন দিবসে আমরা যেসব অল্টারনেটিভ টুল কিনি এগুলো প্রায় ৮০% ক্ষেত্রে বাজে ইনভেস্টমেন্টের উদাহরণ।
এমন অনেক উদাহরণ অভিজ্ঞতায় দেখেছি প্রায়শ ই এমন টুল গুলো অকেজো অবস্থায় পরে থাকে, কাজেই লাগাই না আমরা কিছু ক্ষেত্রে কাজের ভাবলেও তেমন কাজে আসে না। আবার কিছু কিছু গুলো ত একবার ltd বিক্রি করতে পারলেই হচ্ছে আপডেট ই করেনা, কিংবা রোড ম্যাপ অনুযায়ী প্রডাক্ট ই ডিভালপ করেনা। কিছু দিন পর হাওয়া, আরও অনেক ব্যাপার আছে।
মনে রাখা চাই কেনার বাতিক অনেকটা ছোঁয়াচে টাইপ, স্ট্যাটাস মেইন্টেইন করতেও অনেকে দিবস গুলোতে কিছু না কিছু কেনে! সোশ্যাল মিডিয়ার হুজুগে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজের খরচ বাড়াবেন না।
যদিও আমি মার্কেটিয়ার তবু বলতে হচ্ছে, বর্তমানের মার্কেটিং এমন ভাবে আমাদের প্রভাবিত করছে, কিছু নেসেসিটি নতুন করে ক্রিয়েট করছে আমার আপনার জীবনে, ব্রেইন আপনাকে মেসেজ দেয় খরচ কর। পকেটে ধরে রাখা হচ্ছে এখন মোস্ট চেলিঞ্জিং পার্ট, লাইফের।
তাঁর মানে এই না আপনি প্রয়োজনীয় টুল সার্ভিস কমে পেলে কিনবেন না!
আশা করি বুঝবেন, প্রফেশনাল লাইফে কখন কোথায় ব্যয় করতে হবে।
মানুষের চিন্তা এখন এমন, আমি আরও বেশি আয় করবো আরও বেশি খরচ করার জন্য!! কিন্তু ভুলে যাচ্ছি স্পেন্ডিং হচ্ছে মোর দ্যান আওয়ার আর্নিং যা আমাকে হয় ডেভদে ফেলবে অন্যথায় সেভিংস কালাচার ভেঙ্গে দিবে।
স্পেন্ডিং একটা বাউন্ডারি ক্রিয়েট করা খুব জরুরী।
মানুষিক ভাবে প্রস্তুতি নেই, অপ্রয়োজনীয় স্পেন্ডিংস গুলোর বিষয়ে।
আসুন Impulsive Behaviour পরিহার করি।